Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলার কোন কোন রুটে চলতে পারে বেসরকারি ট্রেন দেখে নিন এক নজরে

  • ১০৯ রুটে ১৫১টি সুপার ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চলবে বেসরকারি সংস্থার হাতে 
  • বাংলায় বেসরকারি ট্রেন দেখা যাবে ১২টি রুটে ১৮টি ট্রেন
  • ট্রেনগুলিতে কমপক্ষে ১৬টি করে কামরা থাকবে
  • সর্বোচ্চ গতিবেগ হবে ১৬০ কিমি/ ঘণ্টা
  • ১৫ মিনিটের বেশি দেরি করবে না।

ভারতীয় রেলে আরও বেসরকারিকরণের পথে কেন্দ্র। আয় বাড়াতে ও আরও ভাল যাত্রী পরিষেবার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে ৷ ১০৯ রুটে ১৫১টি সুপার ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের সঞ্চালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে ভারতীয় রেল ৷ প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের এমন উদ্যোগ এই প্রথম৷

প্রশ্ন হচ্ছে রেল বেসরকারি করণ হলে বাংলায় কি চলবে বেসরকারি ট্রেন? চললেও কোন কোন রুটে দেখা যাবে? রেল সূত্রে জানা গেছে, বাংলাতেও রয়েছে বেসরকারি ট্রেনের সফর। তবে, বাংলায় বেসরকারি ট্রেন দেখা যাবে ১২টি রুটে ১৮টি ট্রেন। 

সূত্র মারফত জানা গেছে নিচের রুট গুলিতেই চলতে পারে বেসরকারি ট্রেন- 
  • হাওড়া-এনজেপি
  • টাটানগর-শালিমার
  • শালিমার-পুণে
  • শালিমার-বেঙ্গালুরু
  • হাওড়া-চেন্নাই
  • হাতিয়া-বেঙ্গালুরু
  • শালিমার-পুরী
  • হাওড়া-আনন্দবিহার
  • হাওড়া-পটনা
  • হাওড়া-মালদা টাউন
  • শিয়ালদা-গুয়াহাটি
  • ছাপড়া-আনন্দবিহার
এই ট্রেনগুলিতে কমপক্ষে ১৬টি করে কামরা থাকবে এবং এর সর্বোচ্চ গতিবেগ হবে ১৬০ কিমি/ ঘণ্টা থাকবে বলে জানানো হয়েছে ৷ ওই একই রুটে ভারতীয় রেল যে ট্রেনগুলি চালাবে তার থেকে এই ট্রেনগুলিতে আরও কম সময়ে গন্তব্যে পৌঁছনো যাবে ৷ ১৫ মিনিটের বেশি দেরি করবে না। অধিকাংশ রেক ভারতে তৈরি হবে। গার্ড, মোটরম্যান রেল থেকে নিতে হবে।অন্য কর্মীদের নিয়োগ করতে পারবে সংশ্লিষ্ট সংস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code