বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের মূল্যায়ন নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হল। 

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি হল-

১) বিএ এবং বিএসসি পার্ট থ্রি পরীক্ষার ক্ষেত্রে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে ৮০% নম্বর দেওয়া হবে গত দু'বছরের পরীক্ষাতে সবথেকে বেশি নম্বর পেয়েছে সেই নম্বরকেই চূড়ান্ত বর্ষের নম্বর হিসেবে দেওয়া হবে। বাকি কুড়ি শতাংশ নম্বর দেওয়া হবে তৃতীয় বর্ষের টেস্ট পরীক্ষার মাধ্যমে যে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট গুলি নেওয়া হয়েছে তার ভিত্তিতে হবে। ১০ ই জুলাই এর মধ্যে কলেজ গুলিকে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট নম্বর পাঠাতে হবে বিশ্ববিদ্যালয়কে। 

২) বি.কম এর ক্ষেত্রে ৮০% নম্বর দেওয়া হবে আগের পাঁচটি সেমিস্টার এর মধ্যে সবথেকে বেশি নম্বর যে সেমিস্টারের পেয়েছে সেই নম্বর কে যোগ করে ও বাকি ২০ শতাংশ নম্বর দেওয়া হবে আগের সেমিস্টার গুলি ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এর নম্বরের ভিত্তিতে। 

৩) স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে ৮০ শতাংশ নম্বর দেওয়া হবে আগের তিনটি সেমিস্টারের মধ্য থেকে যে সেমিষ্টারে ছাত্রছাত্রীরা সবথেকে বেশি নম্বর পেয়েছে চূড়ান্ত সেমিস্টারের সেই নম্বর যোগ করে দেওয়া হবে। বাকি ২০ শতাংশ মূল্যায়ন ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা কিভাবে হবে তা সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা ঠিক করবেন এবং ১০ই জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নম্বর সহ তালিকা পাঠাতে হবে। 

৪) প্রফেশনাল পাঠ্যক্রম গুলির ক্ষেত্রে ৮০% নম্বর দেওয়া হবে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট সেমিস্টার পরীক্ষা বা আগের সেমিস্টারগুলির মধ্যে কে সবথেকে বেশি নম্বর পাওয়া সেমিস্টারের নম্বর যোগ করে ও বাকি কুড়ি শতাংশ নম্বর দেওয়া হবে অ্যাসাইনমেন্ট বেস্ড মূল্যায়নের উপর।

বিএ, বিএসসি, বিকম-এ ও স্নাতকোত্তর স্তরে যে সমস্ত পড়ুয়াদের কোন পেপার অকৃতকার্য রয়েছে সেই পেপার এ বাকি পেপার গুলির মধ্য থেকে সব থেকে বেশি নম্বর কেই ওই ফেল করা পেপারে দিয়ে পাস করানো হবে।

জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের।