করোনা সংক্রমণের জেরে একে একে বাতিল হয়ে যাচ্ছে স্কুল কলেজের পরীক্ষা। এবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) তাদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করলো। চলতি মাসেই হওয়ার কথা ছিলো NIOS এর বোর্ড পরীক্ষা।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়েছে, "বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ২০২০ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা NIOS এর বোর্ড পরীক্ষা বাতিল করা হলো। NIOS এর এর উপদেষ্টা কমিটি অন্তর্বর্তীকালীন অ্যাসেসমেন্ট এর ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।"

মন্ত্রকের তরফে আরো জানানো হয়েছে, "শিক্ষার্থীরা যদি তাদের মূল্যায়নে আরো উন্নতি করতে চান তাহলে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরী হলে বিকল্প পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।"