করোনা সংক্রমণের জেরে একে একে বাতিল হয়ে যাচ্ছে স্কুল কলেজের পরীক্ষা। এবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) তাদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করলো। চলতি মাসেই হওয়ার কথা ছিলো NIOS এর বোর্ড পরীক্ষা।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়েছে, "বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ২০২০ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা NIOS এর বোর্ড পরীক্ষা বাতিল করা হলো। NIOS এর এর উপদেষ্টা কমিটি অন্তর্বর্তীকালীন অ্যাসেসমেন্ট এর ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।"
Keeping in view the health of the learners, NIOS public exams scheduled to be held in July 2020 now stand cancelled. The results will be declared based on the assessment scheme finalized by the competent committee of National Institute of Open Schooling (NIOS): Union HRD Ministry pic.twitter.com/P73CRY8Lk5
— ANI (@ANI) July 10, 2020
মন্ত্রকের তরফে আরো জানানো হয়েছে, "শিক্ষার্থীরা যদি তাদের মূল্যায়নে আরো উন্নতি করতে চান তাহলে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরী হলে বিকল্প পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊