নিজের দেশেই চাপের মুখে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, এতদিন দেশের মানুষ তথা বিভিন্ন নেপালি বুদ্ধিজীবিরা তাঁর বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।  অলির বিরুদ্ধে এর অন্যতম বিষয় ছিল নেপালের মানচিত্রে ভারতের অংশের সংযোজন l এবার নিজের দলের প্রশ্নের মুখে ঘরে বাইরে চাপে পড়লেন নেপালের প্রধানমন্ত্রী l

নেপালের নেপাল কমিউনিস্ট পার্টির উচ্চ স্থানীয় চার নেতা তুললেন পদত্যাগের দাবী l 

বিভিন্ন পদক্ষেপ নিয়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল ডাহান ( প্রচন্ড ), বরিষ্ঠ নেতা মাধব নেপাল, ঝালানাথ খানাল ও বামদেব গৌতমের মত নেতারা ক্ষোভ প্রকাশ করেন l

ভারতের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আঁচ পড়ায় নড়ে চড়ে বসেছে নেপালের শাসক, জোড়ালো হয়েছে প্রধানমন্ত্রীর অপসারণের দাবী l