- কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক জানিয়েছে, এই ওষুধে কোভিড-১৯ সারে না৷
- করোনিল ওষুধটিকে ইমিউনিটি বুস্টার হিসেবেই অনুমোদন দেওয়া হয়েছে
প্রথম থেকেই বিতর্কে করোনার ওষুধ বলে দাবি কার রামদেবের করোনিল। এক সাংবাদিক বৈঠক করে ২৩ জুন রামদেব ও পতঞ্জলির সিইও বালকৃষ্ণ করোনার ওষুধ তৈরি হয়েছে বলে ঘোষণা করেন।এই ওষুধে সাতদিনে করোনা সেরে যায় বলে দাবি করেছিলেন রামদেবও৷ করোনিল ও শ্বাসারি এই দুই ওষুধ খেলে ছেড়ে যাবে করোনা বলে ছিল তাঁদের দাবি। রাজস্থান, উত্তরাখণ্ড ও মহারাষ্ট্র সরকারও ভরসা পাননি এই ঔষধে। পাশাপাশি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে এই ওষুধ আবিষ্কারের সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়।
এবার কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক জানিয়ে দিল করোনা সংক্রমণ সেরে যাবে দাবি করে এবং কোভিড-১৯ এর লেবেল লাগিয়ে করোনিল ওষুধটি বিক্রি করতে পারবে না যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি। ইমিউনিটি বুস্টার হিসেবেই অনুমোদন দেওয়া হয়েছে ওষুধটিকে৷
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে ঝাড়খণ্ডের লাইসেন্সিং অথরিটিকে ই-মেল করে জানানো হয়েছে, 'দিব্য করোনিল ট্যাবলেট ও দিব্য শ্বাসারি ভাতির প্যাকেজ ও লেবেলে পতঞ্জলিকে লিখে দিতে হবে, এই ওষুধে কোভিড-১৯ সারে না৷'
করোনিল নামক পতঞ্জলির এই ওষুধকে প্রথমে ইমিউনিটি বুস্টার হিসেবেই লাইসেন্স দিয়েছিল উত্তরাখণ্ডের আয়ুষ বিভাগ৷ উত্তরাখণ্ডের ড্রাগ লাইসেন্স আধিকারিক ওয়াই এস রাওয়াতের কথায়, 'আমাদের দফতরের একটি দল পতঞ্জলির ওই ওষুধে করোনা ভাইরাসের প্রতীকী ছবি পেয়েছে৷ আমরা সংস্থাকে জানিয়েছি, ওই ধরনের গ্রাফিক্সও দাবি করা যাবে না৷ যদি পতঞ্জলি এই নির্দেশগুলি মানে, তা হলেই আমরা অনুমোদন দেব৷'
এ দিন করোনিল বিতর্কে পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণ সংবাদ সংস্থা ANI-কে বলেন, 'আমরা কখনও বলিনি, করোনিলে করোনা সেরে যায় বা নিয়ন্ত্রণ আসে৷ আমরা এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করেছিলাম৷ তাতে দেখা গিয়েছিল, করোনা রোগীও সেরে গিয়েছেন৷ এর মধ্যে কোনও ধোঁয়াশা নেই৷'
please like our fb page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊