নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ 

করোনা সংক্রমণের জেরে বহুদিন যাবত বন্ধ স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এর মাঝেই চলছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া। অন্যদিকে বুধবার রাতেই কেন্দ্রীয় মন্ত্রক জাতীয় শিক্ষানীতি প্রকাশ করেছে। এই শিক্ষানীতিতে শিক্ষাকে নতুন করে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। 

কিন্তু NEP-2020 প্রকাশের পরের থেকেই গোটা দেশে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদের কথামতো এই নতুন শিক্ষানীতিতে যথেষ্ট ধোয়াশা রয়েছে।

এদিন জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল সহ আরো কিছু দাবি নিয়ে ছাত্র সংগঠন AIDSO দিনহাটা মহুকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়। 

এই শিক্ষানীতি বেসরকারিকরণের পথে খুলে দেবে বলে তাদের দাবি। এছাড়া একাদশ শ্রেণীসহ শিক্ষার সর্বস্তরে ফি মুকুব, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই ভর্তি প্রক্রিয়া চালু করা সহ একাধিক দাবির কথা বলা হয়।