SER-23, বাঁকুড়া, ৭ জুলাই

ক্রিকেট প্রেমীদের কাছে আজ এক বিশেষ দিন, অর্থাত ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনীর জন্মদিন । ১৯৮১সালের আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন । আর তার এই ৩৯তম জন্মদিনে মেতে উঠেছে দেশ থেকে প্রত্যন্ত গ্রামের ধোনী প্রেমী মানুষরা। কোথাও নিজের বাড়িতেই বসে আবার কোথাও  ক্লাবগুলিতে চলছে ধনীর জন্মদিনের মঙ্গলকামনা। ধোনী ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন, 'মাহি' নামেও তিনি দেশ জুড়ে খ্যাতি লাভ করেছেন ।

তবে অনান্য জেলার মতো বাঁকুড়া জেলাতেও মহাধুমে পালিত হচ্ছে মাহীর জন্মদিন । দরিদ্রের খাবার দান করে মাহীর জন্মদিনকে এক অনন্য মাত্রা দিল, কয়েক দল যুবক যুবতী নিয়ে গঠিত বাঁকুড়ার মহেন্দ্র সিং ধোনী ফ্যান ক্লাব । ধোনীর জন্মদিনকে উপলক্ষ করে অসহায় আর্ত মানুষদের পাশে দাঁড়ালো তারা । এদিন সকাল থেকে বাঁকুড়া শহর জুড়ে ঘুরে ঘুরে প্রায় ২০০জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য দ্রব্য তুলে দিল বাঁকুড়া মহেন্দ্র সিং ধোনী ফ্যান ক্লাব ।তারা এভাবেই পালন করলেন মহেন্দ্র সিং ধোনীর জন্মদিন ।