প্রয়াত কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিষ্ণুব্রত বর্মন

সংবাদ একলব্যঃ 

শেষ রক্ষা হল না। অবশেষে না ফেরার দেশেই চলে গেলেন কোচবিহারের প্রাক্তন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিষ্ণুব্রত বর্মন। বেশ কয়েকদিন ধরে লড়াই চালিয়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেও অবশেষে ঢলে পড়লেন মৃত্যুর কবলে। 


সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। পরে অবশ্য তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। প্রথম কোচবিহার মেডিকেলে চিকিৎসা চলে বিষ্ণুব্রত বর্মনের। অবস্থার অবনতি হতে শুরু করলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় মঙ্গলবারই যুব তৃণমূল নেতাকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়।


কিন্তু শেষরক্ষা হয়নি, কলকাতাতেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিষ্ণুব্রত বর্মন। তিনি গত বেশ কয়েক মাস তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। কয়েকদিন আগেই তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। 


প্রাক্তন জেলা যুব সভাপতির মৃত্যুতে শোকস্তব্ধ কোচবিহার তৃণমূল নেতা- কর্মীরা। শোকের ছায়া নেমে এসেছে জেলার ক্রীড়া ক্ষেত্রেও।