আজও প্রাসঙ্গিক' বিদ্যাসাগর' 


শুভাশিস দাশ : 

বর্ণ পরিচয় কে বোধহয় আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না । ভারতবর্ষের মাটিতে যে কজন মনীষী জন্মেছেন তাঁদের মধ্যে ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন অন্যতম ব্যক্তিত্ব । এবং এই বর্ণপরিচয় এর জনক । যাঁর হাত ধরে আমাদের শিক্ষা শুরু । 

১৮২০সালের ২৬সেপ্টেম্বর তিনি বীরাসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন । বাবা ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী । 

ছোটবেলা থেকেই মেধাবী ঈশ্বর চন্দ্র । নিজের শিক্ষা গ্রহণের সাথে সাথে তিনি সমাজ সংস্কার নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন কিশোর বয়স থেকেই আর এর ফল স্বরূপ আমরা দেখতে পাই পরবর্তীতে নারী মুক্তির একজন অন্যতম সংস্কারক হিসাবে । ভারতবর্ষের মাটিতে নারী শিক্ষা ছাড়া যে উন্নতি সম্ভব নয় তা তিনি মর্মে মর্মে উপলদ্ধি করেছিলেন । তাঁর অন্যতম সংস্কার বিধবা বিবাহ আইন পাশ । 

নারী শিক্ষার পথিকৃৎ ঈশ্বর চন্দ্র অল্প বয়সেই বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন । 

ড্রিংক ওয়াটার বিটনের সহায়তায় তিনিই প্রথম মেয়েদের স্কুল শুরু করেন কলকাতায় । যাঁর নাম হিন্দু বালিকা বিদ্যালয় এবং বর্তমান নাম বেথুন স্কুল । 


বাংলা সাহিত্যের অন্যতম গদ্যকার বিদ্যাসাগরের সাহিত্য সম্ভার বঙ্গ সাহিত্য ভান্ডার কে পূর্ণতা দিয়েছে। 

সমাজ সংস্কারক , শিক্ষাবিদ এবং নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আজও প্রাসঙ্গিক কেননা এখনও দেশের আনাচে কানাচে নারীদের প্রতি লাঞ্ছনা করা হয় । পণের বলি হতে হয় আজও নারীদের । 

বিদ্যাসাগরের ভাবনাকে আমাদের বেশী বেশী করে ছড়িয়ে দিতে হবে ।