হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়িঃ  

হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আরেন রাভা। মরা ঘাট রেঞ্জের খট্টিমারি জঙ্গলের কাছে গার খুটা গ্রামের ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে একটি দলছুট হাতি ঢুকে পড়ে কে হাতির হামলায় প্রাণ হারান তিনি। বনদপ্তর সূত্রে খবর হাতির বেরিয়ে আসায় গ্রামবাসীরা তাড়াতে যায় তখনই হাতি পিছন ঘুরে ওই ব্যক্তিকে শুঁড়ে পেঁচিয়ে ফেলেন তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

ঘটনাস্থলে যান বিন্নাগুরি বন্যপ্রাণীদের কর্মীরা। কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের গ্রামবাসীরা দীর্ঘক্ষন আটকে রাখে। তাদের মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে আটকে রাখে গ্রামবাসীরা।

ভোর পাঁচটা পর্যন্ত বনকর্মী এবং পুলিশ আধিকারিকদের আটকে রাখেন গ্রামবাসীরা। সকাল সাতটা নাগাদ মৃতদেহ তুলতে দেওয়া হয় বনকর্মীদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে জলপাইগুড়ি সদর হাসপাতাল। আজ এলাকায় গ্রামবাসীদের নিয়ে বৈঠক করবেন বন অধিকারী। উপস্থিত থাকবেন ধূপগুড়ির বিধায়ক, ধূপগুড়ি থানার আইসি এবং জলপাইগুড়ি অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী।