করোনার প্রভাব দিনদিন আশঙ্কাজনক হচ্ছে। প্রতিদিন রেকর্ডসংখ্যক সংক্রমণ বাড়ছে। বিজ্ঞানী ও গবেষকরা রাতদিন এক করে এর প্রতিষেধকের খোঁজ চালিয়ে যাচ্ছেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক চিকিৎসকরাই বাতলে দিচ্ছেন নানা দাওয়াই। 

সামান্য শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়িয়ে পরে মানুষকে বিব্ভ্রান্তির পথে ঠেলে দিচ্ছে। এমনই এক ভিডিও বার্তায় করোনা থেকে বাঁচার উপায় বাতলেছেন মেঙ্গালুরুর উল্লাল সিএমসি-র কাউন্সিলর যা রীতিমতো ভাইরাল হয়েছে।

কর্ণাটকের কংগ্রেসের ওই কাউন্সিলার সম্প্রতি করোনা নিয়ে অদ্ভুত মন্তব্য করেছেন । ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি হাতে বোতল ধরে জনতার উদ্দেশ্যে বলছেন, করোনা থেকে বাঁচতে 'রাম' (মদ) এবং আধা সেদ্ধ ডিমের ওমলেট খান। গোলমরিচের গুঁড়োর সাথে এগুলো খেলে করোনায় আর ভয় পেতে হবে না বলে তিনি বলেছেন ওই ভিডিও বার্তায়।