Latest News

6/recent/ticker-posts

Ad Code

কবি দ্বীজেন্দ্রলাল রায়ের জন্মদিন পালন করলো আমরা কৃষ্ণনগরবাসী গনমাধ্যম গোষ্ঠী


কবি দ্বীজেন্দ্রলাল রায়ের জন্মদিন পালন করলো আমরা কৃষ্ণনগরবাসী গনমাধ্যম গোষ্ঠী

শুভঙ্কর ব্যানার্জী, কৃষ্ণনগরঃ 

আজ ছিলো বিশিষ্ট কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের আবির্ভাব দিবস। কৃষ্ণনগর সহ সারা রাজ্যজুড়ে এই দিনটিতে বিশ্ববরেণ্য এই মহাপ্রাণের স্মৃতিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

কৃষ্ণনগরের একটি ফেসবুক গ্রুপ "আমরা কৃষ্ণনগরবাসী" সামাজিক গণমাধ্যম গোষ্ঠীর পক্ষ থেকে আজ কবির জন্মভিটেয় কবির নামাঙ্কিত বেদীটিতে মাল্যদান ও "ধনধান্য পুষ্পে ভরা" গানটি পরিবেশনের মধ্যদিয়ে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। 

সংস্থার একজন সদস্য জানান সারা বছর অবহেলিত এই স্থানটি পান্ডববর্জিত হওয়ার ফলে নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। তবে মাস ছয়েক আগে মূলতঃ তাদেরই উদ্যোগে অবহেলিত এই স্থানটির সংস্কার শুরু করা হয়। লকডাউনের ফলে আপাতত সংস্কারের কাজ স্থগিত থাকলেও, কৃষ্ণনগরের সকল সংস্কৃতিমনস্ক মানুষের কাছে তাদের আবেদন সকলে মিলে এই স্থানটিকে মনোরম করে তোলার। 

এছাড়াও তিনি জানালেন দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কৃষ্ণনগরের অদূরে খামারপাড়া হরিনগর এলাকার ৭০টির কাছাকাছি দুঃস্থ বাচ্চাদের শিক্ষাসামগ্রী, লজেন্স ও বিস্কুট তুলে দেওয়ার মাধ্যমে মহান এই দিনটিকে তারা স্মরণ করতে চলেছেন।"বঙ্গ আমার জননী আমার ভাতৃ আমার, আমার দেশ কেন গো মা তোর শুষ্ক নয়ন? কেন গো  মা তোর রুক্ষ কেশ? কেন গো মা তোর ধূলায় আসন? কেন গো মা তোর মলিন বেশ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code