webdesk news

বেশ কিছুদিন আগেই রেলের একাংশে বেসরকারি করণের পথে হেঁটেছে কেন্দ্র। এমনকি পশ্চিমবঙ্গেও মিলবে বেসরকারি রেল পরিষেবা। ইতিমধ্যেই গুঞ্জন চলছে কবে থেকে শুরু হবে বেসরকারি রেল পরিষেবা। 


২০২৩-এর মার্চ মাস থেকেই বেসরকারি রেল পরিষেবা চালু হতে চলেছে বলেই খবর। বিভিন্ন সংবাদ মাধ্যমেই  ‘বেসরকারী ট্রেন চালানো শুরুর নির্ধারিত সময়’ নিয়ে জানানো হয়েছে ‘বেসরকারী ট্রেন চালানোর প্রকল্পটি ২০২৪-এর মার্চ মাস থেকে চালু হবে।’ 


কিন্তু পিআইবি সূত্রে জানা গেছে বেসরকারী ট্রেন ২০২৩-এর মার্চ মাসে চালানোর পরিকল্পনা করা হয়েছে। আগামী বছর মার্চ মাসে এ সংক্রান্ত টেন্ডার চূড়ান্ত করা হবে ౼২০২৩এর মার্চ থেকে এই ট্রেন চালানো শুরু হবে।