Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিবমন্দির,আঠারোখাইকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করবার আবেদন গ্রাম পঞ্চায়েত প্রধানের


সুজাতা ঘোষ, বাগডোগরা:

করোনা সংক্রমণ রুখতে বৃহস্পতিবার সকাল ন'টা থেকে শিলিগুড়িতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসনের আধিকারিকরা । আবার শিলিগুড়ি শহরের অধীনস্থ একটি জনবহুল পঞ্চায়েত এলাকা শিবমন্দির; নানা কারণে এই এলাকাকে বলা হয়ে থাকে 'স্মলসিটি' । স্মল হলেও করোনার কোপ পড়েছে সেই 'শহরে'ও। এই 'শহর'কে বাঁচাতে রক্ষাকবচ হিসেবে দাঁড়িয়েছেন পঞ্চায়েত প্রধান অভিজিৎ পাল।


সাধারণ মানুষকে করোনার করালগ্রাস থেকে বাঁচাতে গতকাল কদমতলার গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ পাল শিবমন্দিরের পার্শ্ববর্তী ১৮ টি স্থানের নাম উল্লেখ করে দ্রুত সেই স্থানগুলো 'কনটেনমেন্ট জোন' হিসেবে ঘোষণা করার জন্য মাটিগাড়ার বিডিও কে আবেদনপত্র জমা দিয়েছেন। পঞ্চায়েত প্রধান অভিজিৎ পাল জানান-' গ্রামের মানুষদের স্বার্থে এর আগেও কিছু এলাকা ' কনটেনমেন্ট জোন' হিসেবে ঘোষণা করার জন্য ৭.৭.২০২০ তারিখে একটি আবেদনপত্র জমা দিয়েছিলাম কিন্তু সেটার কোনো ফল পায়নি, বর্তমানে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আবারো গতকাল আবেদন জানিয়েছি।' 

সূত্রের খবর খুব তাড়াতাড়ি শিবমন্দির,আঠারোখাই এর বিভিন্ন এলাকা 'কনটেনমেন্ট জোন' হিসেবে ঘোষিত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code