WEB DESK NEWS
বৃহস্পতিবার, সাংবাদিক সম্মেলন করে শিক্ষা নিয়ে রাজ্যকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, ‘রাজ্যে শিক্ষায় উদ্বেগজনক পরিস্থিতি। যাঁরা কলেজে ভর্তি হয়েছেন, তাদের আর্থিক শোষণ করা হয়েছে। গত ২ বছর ধরে এই পরিস্থিতি চলছে।’উপাচার্যদের সঙ্গে বৈঠকের কথা বললেও শোনেনি রাজ্য বলেও দাবি রাজ্যপালের।রাজনীতির ফাঁস ক্রমেই শিক্ষাব্যবস্থার উপর চেপে বসছে বলেই মত রাজ্যপালের।
বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে কার্যত ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রাজ্যপালের সঙ্গে যোগাযোগে কোনও খামতি নেই। তার পরেও এত অভিযোগ ও আক্রমণ মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি গতকালই রাজ্যপালের সঙ্গে চার বার কথা বলেছেন তিনি। 'রাজ্যপাল অনেক মেসেজ করেছেন। ফোন করেছেন। আর কত করব। পারলে সকাল থেকে রাত অবধি ওঁকে প্রণাম করতে হয়, সময় পেলে সেটাও করতাম।' বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথায়, 'রাজ্যপালের পদের মর্যাদাটা আমরা জানি। আশা করি উনিও নির্বাচিত প্রতিনিধিদের অসম্মান করবেন না।
হেমতাবাদ বিধায়কের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালকে প্রমাণ করতে হবে হেমতাবাদের বিধায়ককে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে,না হলে তাঁর এই পদে থাকার যোগ্যতা নেই। উনি বিজেপি-র মুখপাত্রের চেয়েও ভয়ঙ্কর কাজ করছেন। উনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান-কাউকে মানেন না। বিজেপি-র চেয়েও ভয়ঙ্কর কথা বলছেন। উনি আগে নিজেকে সামলান, কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊