করোনায় কুপোকাত বিশ্ব। এমন পরিস্থিতিতে সকলেই ভ্যাকসিন আবিষ্কারের প্রহর গুনছে। সারা বিশ্বে বেশ কয়েকটা গবেষণা সাফল্যের কাছাকাছি বলেও উঠে আসছে সংবাদ মাধ্যমে। তবে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো গোটা বিশ্বের জন্য করোনার প্রতিষেধক উৎপন্ন করতে পারে বলে মনে করেন প্রাক্তন মাইক্রোসফট কর্তা বিল গেটস।


ভারতের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি সংস্থাগুলো ভ্যাকসিন তৈরিতে খুব ভাল কাজ করছে বলে মত গেটসের। তাঁর মতে, ভারতে যে পরিমাণ ভ্যাকসিন ও ওষুধ তৈরি হয়, বিশ্বের কোনও দেশে তেমনটা হয় না। গেটস বলেছেন, “আমি অভিভূত যে, ভারত শুধু নিজের কথাই ভাবছে না। সারা বিশ্বে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। এইভাবে সংহতির পথে চললেই অতিমারী ঠেকানো সম্ভব হবে।’


গেটস বলেছেন, ‘কোটি কোটি ভ্যাকসিনের ডোজ চাই। বিশ্বের পিছিয়ে পড়া, উন্নয়নশীল দেশগুলিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এমনভাবে বিশ্বের সব দেশে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে যাতে গরিব ও প্রত্যন্ত এলাকায় থাকা মানুষগুলো আগে সুবিধা পায়।’

প্রসঙ্গত, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন করোনার ভ্যাকসিন তৈরিতে বিভিন্ন সংস্থাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।