Latest News

6/recent/ticker-posts

Ad Code

সংক্রমিত রোগীদের ওপর রেমডেসিভির প্রয়োগে বিধি বদলাল স্বাস্থ্যমন্ত্রক



আগে, করোনা সংক্রমণের পরদিন থেকে ছয় দিন পর্যন্ত মাঝারি মানের রোগীদের রেমডেসিভি-র প্রয়োগ করা যেত। এখন একই ধরনের রোগীদের পাঁচ দিন পর্যন্ত রেমডেসিভির প্রয়োগ করতে হবে বলে শুক্রবার  প্রোটোকল জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। 

ইঞ্জেকশনের মাধ্যমে এই ওষুধ প্রথম দিন ২০০ মিলিগ্রাম দিতে হবে। পরের চারদিন আরও ১০০ মিলিগ্রাম করে প্রয়োগ করতে হবে। মাঝারি শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও করোনা রোগী চিকিৎসাধীন হলে মোট পাঁচ দিন এই ড্রাগ ব্যবহার করা যাবে। 

১৩ জুন আপদকালীন পরিস্থিতি সামাল দিতে মাঝারি মানের রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগে অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। তদন্তকারী থেরাপি হিসেবে এই চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে মন্ত্রকের বিবৃতিতে। অক্সিজেন সাপোর্ট আছে এমন রোগীদেরকে রেমডেসিভির দেওয়া যেতে পারে, পরামর্শ দিয়েছিল মন্ত্রক।

তবে, সন্তানসম্ভবা, কিডনির রোগী, রক্তের সমস্যা আছে, এই ধরনের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রেও রেমডেসিভির ব্যবহারে রাশ টেনেছে স্বাস্থ্য মন্ত্রক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code