রবিবার সকালে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লিগামী একটি প্রাইভেট বাস অন্য গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং ১৮জন আহত হয়েছে বলে জানা গেছে।



উত্তরপ্রদেশের কন্নৌজে সওরিখের কাছে বাসটির একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত ১৮ জনকে সৌরিচ ও সাইফাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে।