হেমতাবাদের বিধায়কের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিজেপি কর্মীদের বিক্ষোভ আলিপুরদুয়ারে 

হেমতাবাদের বিধায়কের রহস্যজনক মৃত্যুর ঘটনার জের শনিবার বিজেপি কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। এদিন বিজেপির প্রতিবাদ মিছিল জেলা শহর পরিক্রমা করে এবং আলিপুরদুয়ার এসপি অফিস ঘেরাও করবার উদ্দেশ্যে অগ্রসর হয়। কিন্তু এসপি অফিসের আগেই রাস্তায় বাঁশের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। এরপর বিজেপি কর্মী-সমর্থকেরা ওই ব্যারিকেডের ওপর উঠে স্লোগান দিতে থাকে। আলিপুরদুয়ার কলেজ হল্ট এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপির কয়েকশো কর্মী সমর্থক। 


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জন বারলা,বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা, মনোজ টিগগা,উইলসন চম্পমারি সহ প্রথম সারির বিজেপি নেতৃত্ব।


এদিন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুলিশ সুপারকে, হেমতাবাদের বিজেপি বিধায়ক খুনের মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানা যায়।


বিজেপির পক্ষ থেকে তাদের স্যোশাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে জানানো হয়,"শত বাধা সত্ত্বেও, আলিপুরদুয়ার শহরের চারদিকে প্রত্যেকটি থানা আমাদের কর্মীদের রাস্তায় রাস্তায় আটকে দিলেও আলিপুরদুয়ারের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ হত্যার প্রতিবাদে মিছিলে শামিল হলেন তার জন্য আমরা কৃতজ্ঞ।"