৩৪ বছর বয়সেই বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১৬দিন পেরোলেও এখনও মেনে নিতে পারেনি ভক্তরা। দিকে দিকে বারে বারে আওয়াজ উঠছে বহু বলিউড অভিনেতা অভিনেত্রীকে বয়কটের ডাক। এর মাঝেই প্রয়াত নায়কের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জি আনমোল টেলি ধারাবাহিক পবিত্র রিস্তার ফের একবার সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ৷
এক সময়ের জনপ্রিয় টেলি ধারাবাহিক 'পবিত্র রিস্তা'-র হাত ধরেই ঘরে ঘরে পৌঁছেছিল সুশান্ত সিং রাজপুত। তাঁর অভিনয় প্রতিভা মানব দেশমুখের চরিত্রে সুন্দরভাবে দর্শকের মাঝে পৌঁছে দিয়েছিলেন সুশান্ত। আর তাঁর স্মৃতিতে সেই জনপ্রিয় ধারাবাহিক পুনরায় সম্প্রচারিত হতে চলেছে।
পাশাপাশি এই জনপ্রিয় টেলি ধারাবাহিক 'পবিত্র রিস্তা'য় নায়িকার চরিত্রে রয়েছেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা। অর্চনার চরিত্রে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তিনিও।
পবিত্র রিস্তা ফেম আশা নেগি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ারন করে জানিয়েছেন, 'যাঁরা আমাকে চেনেন বা জানেন, আমার যাত্রাপথের সব থেকে স্পেশাল বা বিশেষ পর্যায় পবিত্র রিস্তাকে নিয়েও নিশ্চয়ই জানেন ৷ আমার আজও মনে আছে সেই প্রথম দিনের সাংবাদিক সম্মেলনের কথা, সবার সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রোমো শ্যুট হয়েছিল ৷ এই ধারাবাহিকের টাইটেল ট্র্যাকের মিষ্টতা সাধারণ মানুষকে অত্যন্ত আকৃষ্ট করেছিল, ফলে প্রচুর ভালবাসা পেয়েছিল ধারাবাহিকের গানটি ৷ যদি ফের পবিত্র রিস্তা দেখতে চান তাহলে জি ৫ অ্যাপটি ডাউলোড করুন ৷'
জি ৫ অ্যাপ ডাউনলোড করে পুনরায় দেখতে পারবেন এই ধারাবাহিক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊