জেলায় তৃনমূল কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি আসতে না আসতেই বিজেপির ঘরে দেখা দিল ভাঙন

শচীন পাল, সংবাদ একলব্যঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আজ ঝাড়গ্রাম জেলার নব নিযুক্ত জেলা সভাপতি মাননীয় দুলাল মুর্ম্মূ মহাশয়কে বাইক রেলির মাধ্যমে আপ্যায়ন ও সংবর্ধনা জানানো হয় ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে বিজেপির প্রায় ১৫০ জন কর্মী-সমর্থক বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ।

উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা, কার্যকারী সভাপতি হেমন্ত ঘোষ, যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক, ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক সহ অন্যান্য নেতাকর্মীরা। যোগ দেওয়া বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলার নবনিযুক্ত জেলা সভাপতি দুলাল মূর্মু।