পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবীতে ঘেরাও গ্রাম পঞ্চায়েত প্রধান


করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত সারা দেশ পিছিয়ে নেই আমাদের রাজ্যও l কাজ হারিয়েছে বহু দিন মজুর, শ্রমিক থেকে বহু ব্যবসায়ী l সব থেকে বিপাকে পড়েছে পরিযায়ী শ্রমিকরা, বাড়ী ফিরে তাঁরা কর্মহীন l এমন অবস্থায় সরকারি ঘোষণা মত তাঁদের বিনামূল্যে খাদ্য সামগ্রী অন্য সাধারণ মানুষের তুলনায় পরিমানে বেশি পাবার কথা l কিন্তু কিশামত দশ গ্রাম গ্রাম পঞ্চায়েতের পরিযায়ী শ্রমিকদের দাবী তাঁরা এই খাদ্য সামগ্রী উপযুক্ত পরিমানে সরকারের ঘোষণা অনুযায়ী পাচ্ছেন না বলেই অভিযোগl স্থানীয় প্রশাসনকে বার বার আবেদন করা সত্ত্বেও কোনো সুরাহা তাঁরা পাননি অভিযোগ তাঁদের l

তাই তাঁরা আজ কিশামত দশ গ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখান ও তাঁদের আবেদন রাখেনl গ্রাম পঞ্চায়েত প্রধান মনমোহন রায়ের কাছে তাঁদের দাবী তুলে ধরেন l

পরিযায়ী শ্রমিকদের দাবি, পার্শ্ববর্তী সব অঞ্চল থেকে পরিযায়ীদের জন্য সরকারি ঘোষণা মত খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে কিন্তু কিশামত দশ গ্রামের পরিযায়ী শ্রমিকরা এর থেকে বঞ্চিত l 

তাঁদের দাবী নায্য খাদ্য সামগ্রী পাওয়ার লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাঁদের বিক্ষোভ অবস্থান চলবেl পরিস্থিতি সামাল দিতে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী হাজির হয়l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ