Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশিত হলো দুর্নিবার ই-ম্যাগাজিন এর দ্বিতীয় বর্ষ, নবম সংখ্যা



SER-20:

'জাতীয় চিকিৎসক দিবস' এর প্রতি সম্মাননা জানিয়ে এবং সাহিত্য জগতের দুই উজ্জ্বল নক্ষত্র 'মাইকেল মধুসূদন দত্ত' ও 'অমৃতলাল বসু'র স্মরণে দুর্নিবার ই-ম্যাগাজিন এর দ্বিতীয় বর্ষ, নবম সংখ্যা প্রকাশিত হলো। 

দুর্নিবার সাহিত্য গোষ্ঠীর প্রকাশক শুভ্রালোক দাস বলেন, "বর্তমান পরিস্থিতি আমাদের সাথে নেই বললেও ভুল হবে না, তাই আমরা জাতীয় চিকিৎসক দিবসের কথা মাথায় রেখে সমস্ত চিকিৎসাকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ডাঃ শৈশব ঘোষের হাত দিয়ে এবারের সংখ্যা 'মাইকেল মধুসূদন দত্ত ও অমৃতলাল বসু স্মরণে' প্রকাশিত হলো।" 

পাশাপাশি, এতদিন করোনা রোগীদের পরিষেবায় রত থাকা ডঃ শৈশব ঘোষের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁকে আগামী দিনের শুভেচ্ছা জানানো হয়। 

টিম দুর্নিবার থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সাগর বর্মনসহ সম্পাদিকা মধুমিতা ঘোষ ও সদস্য সদস্য ধৃতিমান দত্ত, সদস্য সৌরভ সাহা মহাশয় প্রমুখ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code