Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে চলছে বুথে বুথে শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা


তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে চলছে বুথে বুথে শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা


রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ১৭ই জুলাই ২০২০: পাখির চোখ ডিজিটাল জমায়েত – ভার্চুয়াল ভিউয়ারশিপেই মমতার একুশের ভাষণ শুনতে রেকর্ড ‘ভিড়’ চাইছে তৃণমূল অন্যান্য বছরের তুলনায় এই ২০২০ সাল একেবারেই আলাদা। কোভিড আতঙ্কে এইবছর গোটা পৃথিবী স্তব্ধ। বন্ধ সমস্ত মিটিং-জমায়েত। তাই ২১ জুলাই ধর্মতলায় অন্যান্য বারের মতো জমায়েত সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধর্মতলায় জমায়েত না হলেও এবারের একুশে জুলাইয়ের মেগা ইভেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিরোধীদের কাছেও এ বার আরও বেশি কৌতূহল তৈরি করতে চলেছে।

তৃণমূলের লক্ষ্য – হাতের মোবাইল, কোলের ল্যাপটপ, বাড়ির ডেস্কটপ মারফৎ আম জনতাকে ওই দিন বেলা দুটো থেকে তিনটে পর্যন্ত মমতার ভাষণে ডুবিয়ে রাখা। সেটা সফল করতে দলের প্রশিক্ষিত
নেট-বাহিনী সামাজিক মাধ্যমে আমন্ত্রণের বন্যা বইয়ে দিতে চলেছে সভার সপ্তাহখানেক আগে থেকেই। প্রসঙ্গত, তৃণমূলনেত্রীর নাম অবলম্বনেই কয়েকশো পেজ আছে ফেসবুকে। তাঁর সমর্থকদের উদ্যোগে খোলা পেজের সংখ্যা গুনে শেষ করা যায় না। লোকসভা কেন্দ্রওয়াড়ি পেজ তো আছেই, ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’র মতো পেজ খোলার পর থেকে ফেসবুকে দলের সাম্রাজ্যও বেড়েছে বহু গুন। সামাজিক মাধ্যমের আওতায় আরও কিছু উপকরণ থাকলেও ফেসবুকই আম জনতার কাছে সহজ মঞ্চ। তাই সেখানেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে শাসকদল। 


এ বার দলনেত্রীর অনলাইন ভাষণ শোনার চর্চা হবে ভার্চুয়াল জমায়েতের মাপকাঠিতেই। কত সংখ্যক মানুষ ইন্টারনেট পরিষেবার মাধ্যমে ফেসবুক, ইউটিউবে টু মারছেন, তারই প্রতিফলন পড়বে ‘ভিউ’-তে। সেই রেকর্ড সংখ্যক ভিউয়ের জন্য ও দলের নির্দেশ মতো মুর্শিদাবাদের কান্দী মহকুমার ভরতপুর - ১  নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথে বুথে শহীদ দিবস পালনের জন্য প্রস্তুতি শুরু করে দিল কান্দী মহকুমা তৃণমূল নেতৃত্ব। এদিন ভরতপুর ১ নম্বর  ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ভরতপুর সিনিয়ার মাদ্রাসার হলে এক প্রস্তুতি সভার আয়োজন করে। উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার পর্যবেক্ষক মহম্মদ আজহারউদ্দিন সিজার, ভরতপুর - ১নং ব্লক তৃণমূল সভাপতি নূর আলম, পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত শিপন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী ও অন্যান্য নেতৃত্ব। 

এদিন ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ স্তরের তৃণমূল নেতৃত্ব প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। ভরতপুর বিধানসভার পর্যবেক্ষক মহম্মদ আজহারউদ্দিন সিজার বলেন, 'এবছর একুশে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান করোনা মহামারীর জন্য কলকাতায় হচ্ছে না। তবে আমরা শহীদ স্মরণ করব এটা নিশ্চিত। তারই প্রস্তুতি আমরা শুরু করেছি। আমাদের মূল লক্ষ্য গ্রাম বাংলার মানুষের পাশে থেকে মানুষের কাজ করা।'

এদিন প্রস্তুতি সভায় ব্লক তৃণমূল সভাপতি নূর আলম বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা প্রতি গ্রামে গ্রামে বুথে বুথে শহীদ দিবসের পালনের প্রস্তুতি শুরু করেছি।' অন্যদিকে মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বড়ঞা ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় মুখ্য কার্যালয় কুলিতে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব গোলাম মুর্শেদ জর্জ , মুর্শিদাবাদ জেলা পরিষদের  সহ সভাধিপতি  বৈদ্যনাথ দাস সহ ব্লকের সর্বস্তরের নেতাকর্মীগন ও শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে ২১ জুলাই কে সামনে রেখে সাংগঠনিক আলোচনা করেন। বুথে বুথে পালনের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হলো বলে জানান ব্লক সভাপতি গোলাম মুর্শেদ জর্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code