![]() |
pic source: THE GLOBAL HERALD |
[DESK NEWS]
করণায় বিশ্ব কাঁপছে। তার মধ্যে নতুন বিপত্তি মিশরে। মিশরের রাজধানী কায়রোর কাছে এক অপরিশোধিত তেলের পাইপ লাইনের ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গেল বহু গাড়ি। পুড়ে গিয়েছেন অন্ততপক্ষে ১৭ পথচারী।
করণায় বিশ্ব কাঁপছে। তার মধ্যে নতুন বিপত্তি মিশরে। মিশরের রাজধানী কায়রোর কাছে এক অপরিশোধিত তেলের পাইপ লাইনের ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গেল বহু গাড়ি। পুড়ে গিয়েছেন অন্ততপক্ষে ১৭ পথচারী।
মঙ্গলবার কায়রোর পাশেই সুকেইর থেকে মস্তোরোদ গামী একটি তেলের পাইপলাইনের লিক হওয়া অংশে আগুন লেগে যায়। একটি ব্যস্ত হাইওয়ের পাশ দিয়ে গিয়েছে ওই পাইপলাইন। তেলের আগুনের লেলিহান শিখা পাশের একটি ফ্লাইওভার ছুঁয়ে যায়। ব্যস্ত হাইওয়ে থেকে গাড়ী ফেলে দৌড়তে থাকেন মানুষজন। ঘনঘন বিস্ফোরণের শব্দ শোনা যায় গাড়ি থেকে। ২৫ টি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে। অনেকে ধোঁয়ায় দম আটকে অজ্ঞান হয়ে যান।
পাইপলাইনটি লোহিত সাগরের সুকেইর বন্দর থেকে গিয়েছে কায়রোর কাছে মস্তোদোর শোধনাগারে। কীভাবে ওই পাইপলাইন লিক হল তা এখনও জানা যায়নি। তবে তা কয়েক ঘণ্টার মধ্যেই মেরামত করে ফেলা হয় বলে জানিয়েছে মিশরের তেলমন্ত্রক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊