নিজস্ব প্রতিনিধি, ওকড়াবাড়ি ঃ 

সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ি অঞ্চলের ওকড়াবাড়ি আলাবকস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকে কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানালো ওকড়াবাড়ি এস.এফ.আই. কর্মীবৃন্দ। 

ওকড়াবাড়ি আলাবকস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে তিথি সাহা (৬৩৯), দ্বিতীয় ওয়াহিদা পারভিন (৬৩৭), তৃতীয় সায়ন্দিপ সাহা (৬০৪) ও চতুর্থ শাকিল হাসান (৬০১)। কৃতী সকলের বাড়িতে গিয়েই সংবর্ধনা জানায় কর্মীরা। 


এদিন, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই -এর সদস্য লাবু হক সাহেব বর্মন ছাব্বির হোসেন মমিনুল হক মিন্টু হক অনির্বাণ বর্মন নাজমুল ।