করোনা আবহের মাঝেই উত্তরবঙ্গে হানা দিয়েছে বন্যা। ইতিমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকা জলের তলায়। উঠে আসছে চাষজমি থেকে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার চিত্র। কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনহাটার গিতালদহ ও ওকড়াবাড়ি অঞ্চলের বেশ কিছু এলাকা প্রতি বছরের ন্যায় এবারও জলের তলায়। 

বিশেষ করে গিতালদহের জারিধরলা,দরিবশ,মরাকুটি,ভোরাম পয়েস্থি,বড়াইবাড়ি, ওকড়াবাড়ি অঞ্চলের পঞ্চাধ্বজি গ্রাম বন‍্যায় প্লাবিত। জলবন্দি হাজারো মানুষ। বন্যার কবলে হাজার হাজার মানুষের দিন কাটছে জলের মধ্যেই। গ্রাম কয়েকটিতে  খাদ‍্য সংকটের পাশাপাশি গবাদিপশু নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে মানুষের। এমন কি ঐতিহ্যবাহী রংপুর রোডের গিতালদহ বাজার থেকে ক্যাম্প যাওয়ার রাস্তার কিছুটা অংশ দিয়ে জল বয়ে চলছে। এমত অবস্থায় ত্রান ও উদ্ধার কাজে নেমেছে SFI - DYFI এর 'রেড ভলেন্টিয়াররা'।  

এস এফ আই রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস জানান, বন্যায় কবলিত এই বিস্তীর্ণ অঞ্চলের প্রতিটি এলাকায় রেড ভলান্টিয়াররা সচেতন রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এগিয়ে কাজ করছে আমাদের ভলেন্টিয়াররা। প্রশাসনের তরফ থেকে এখনো সেরকম ব‍্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ।