এক শিল্পীর প্রতি আরেক শিল্পীর শ্রদ্ধা জ্ঞাপন, মুগ্ধ শ্রোতারা


বারে বারে তাকে দেখা গিয়েছে সেই প্রিয় মানুষটার সাথে এক মঞ্চে দর্শকের মন কেরে নিতে, মানুষের করতালিতে বার বার মানুষের মনের ঘরে বাস করেছেন শিল্পী পৌষালী ব্যানার্জি। বলতে পারেন শিল্পী পৌষালী ব্যানার্জির জীবনের একটা আলাদা শ্রদ্ধা সেই মানুষটাকে নিয়ে। হ্যাঁ, তিনি হলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আর এবারে স্বর্গীয় কালিকাপ্রসাদ ভট্টাচার্য  কে উৎসর্গ করে মুক্তি পেল তার নতুন গান "সাইরন বাজিলো"। 

এই আসামী ভাষাতে গানের প্রতিটি ছন্দে ছুটে উঠেছে ভালোবাসা আর প্রেমের স্বাদ। বলতে পারেন শিল্পী পৌষালী ব্যানার্জির কন্ঠে সেই গান এক অন্যমাত্রা পেয়েছে। তবে শিল্পীর নিজের কোনো আগে প্ল্যান ছিল না গান টি নিয়ে। 

লকডাউনের আগে আসামে এক শো করতে যাওয়ার পথে চা বাগানের অপরুপ সৌন্দর্যের প্রেমে পরেন তিনি৷ আর সেই অনুভূতি থেকে এই গানের নতুন গানের যাত্রা। বাংলা গানের জগতে এক অন্য স্বাদের গান উপহার পেল সমস্ত দর্শকরা।