"India salutes our doctors -- exceptional caregivers who are at the forefront of a spirited fight against COVID-19," he wrote on Twitter to mark Doctors' Day.

১লা জুলাই জাতীয় ডাক্তার দিবস। করোনার দাপটে বিপর্যস্ত বিশ্বে ডাক্তাররাই একমাত্র ভরসা। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দিনের পর দিন অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের সাথে প্রথম সারিতে থেকে লড়াই করে চলছেন দেশের ডাক্তাররা। বুধবার ডাক্তার দিবসে-তে ট্যুইট করে কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ, ‘উদ্ধুদ্ধ’ লড়াইয়ে সামনের সারিতে থাকা ডাক্তারদের ভূমিকার প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আমাদের ডাক্তারদের কুর্ণিশ করছে। ওঁরা ব্যতিক্রমী সেবা দানকারীর ভূমিকা নিয়েছেন। কোভিড-১৯ এর বিরুদ্ধে বিরাট সংগ্রামে সামনের সারিতে আছেন ওঁরা। নিজের সাম্প্রতিক এক ভাষণের সংক্ষিপ্ত একটি ভিডিওতে তিনি বলেন, মা যেমন সন্তানের জন্ম দেন, তেমন ডাক্তাররা আমাদের নতুন জীবন প্রাপ্তি সুনিশ্চিত করেন বলেও মন্তব্য করেছেন। বলেছেন, নিজেরা ঝুঁকি বহন করে বহু জীবন বাঁচান ওঁরা।

পাশাপাশি, আজই আবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, আমাদের শিল্পমুখী সিএ সম্প্রদায়ের স্বাস্থ্যবান, স্বচ্ছ অর্থনীতি নির্মাণে একটা বড় ভূমিকা আছে। দেশের প্রতি ওঁদের সেবার বিরাট মূল্য। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে-র অভিনন্দন। সংক্ষিপ্ত এক ভিডিও ক্লিপে সমাজের অর্থনৈতিক সুস্বাস্থ্য সিএ-দের হাতে রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।