উত্তরের গুণী সুজন তবলা বাদক অরূপ দেব শর্মা
শুভাশিস দাশ
please like our fb page for more update
ছন্দ লয়ে বেঁধে গানকে মধুর করে তোলে তবলা বাদক । গায়ক এবং তবলচি একে অপরের পরিপূরক । আজকের গুনী সুজনের আয়োজনে যাঁকে তুলে ধরব তিনি উত্তরের স্বনামধন্য তবলচি অরূপ দেব শর্মা ।
শৈশব থেকেই তবলার প্রতি একটা নেশা পেয়ে বসেছিল । তারপর কিশোর বয়সে তবলার বোল কে আপন করে নিয়েছে অরূপ ।
প্রথা গত শিক্ষা নিয়ে পড়াশুনার সাথে চালিয়ে গেছেন তবলার চর্চা । আজ প্রতিষ্ঠিত হয়েছেন তবলার জগতে ।
please like our fb page for more update
দিনহাটা তথা উত্তরের বহু জায়গায় তিনি তবলা পরিবেশন করে সুনাম অর্জন করেছেন ।
পুরস্কারএর ঝুলিতেও কুড়িয়েছেন অনেক পুরস্কার ।
তবলার প্রতি নিষ্ঠা তাঁকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে ।
তাঁর তবলার বোল উত্তরের চাতাল ছাড়িয়ে আরো দূরে পৌঁছাক এই কামনা করি ।
please like our fb page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊