Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন তবলা বাদক অরূপ দেব শর্মা


উত্তরের গুণী সুজন তবলা বাদক অরূপ দেব শর্মা 
শুভাশিস দাশ 

please like our fb page for more update 

ছন্দ লয়ে বেঁধে গানকে মধুর করে তোলে তবলা বাদক । গায়ক এবং তবলচি একে অপরের পরিপূরক । আজকের গুনী সুজনের আয়োজনে যাঁকে তুলে ধরব তিনি উত্তরের স্বনামধন্য তবলচি অরূপ দেব শর্মা । 
শৈশব থেকেই তবলার প্রতি একটা নেশা পেয়ে বসেছিল । তারপর কিশোর বয়সে তবলার বোল কে আপন করে নিয়েছে অরূপ । 
প্রথা গত শিক্ষা নিয়ে পড়াশুনার সাথে চালিয়ে গেছেন তবলার চর্চা । আজ প্রতিষ্ঠিত হয়েছেন তবলার জগতে । 

please like our fb page for more update 

দিনহাটা তথা উত্তরের বহু জায়গায় তিনি তবলা পরিবেশন করে সুনাম অর্জন করেছেন । 
পুরস্কারএর ঝুলিতেও কুড়িয়েছেন অনেক পুরস্কার । 
তবলার প্রতি নিষ্ঠা তাঁকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে । 
তাঁর তবলার বোল উত্তরের চাতাল ছাড়িয়ে আরো দূরে পৌঁছাক এই কামনা করি ।

please like our fb page for more update 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code