নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ


দিনহাটা শহরে কোভিড - ১৯ এর উদ্ভুত পরিস্থিতিতে দিনহাটার বিভিন্ন বাজার, চৌপথীতে জনসচেতনা মূলক প্রচার অভিযান SFI - DYFI এর রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হয় । 


 
উপস্থিতি ছিলেন SFi এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, DYFi লোকাল সম্পাদক অভিনব রায়, SFI দিনহাটা শহর ইউনিট সভাপতি সৌরভ সরকার, সম্পাদক আকাশ সাহা, DYFI নেতা কৌশিক রায়, রাজীব রায় প্রমুখ।