নিজস্ব সংবাদদাতা, কোচবিহার ৬ জুলাই,২০২০:

এসইউসিআই কমিউনিস্ট দলের নেতা দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুধাংশু জানা'র হত্যার প্রতিবাদে আজ সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করা হল।

তারই অঙ্গ হিসেবে আজ কোচবিহার শহরের রাজা রামমোহন রায় স্কোয়ারে(ব্রাহ্ম মন্দিরের সামনে) তিন ঘন্টা ধরে ধর্ণা-অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ধর্ণার শুরুতেই শহীদ জননেতা সুধাংশু জানা'র স্মৃতি বেদীতে মাল্যদান করেন এসইউসিআই(কমিউনিস্ট) কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কাজল চক্রবর্তী, নেপাল মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে দলের ও দলের যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন এর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এই নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ তোলেন ও বিবেকবান, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই সন্ত্রাস, খুন এর ঘৃণ্য রাজনীতিকে রুখে দিতে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন।

নেপাল মিত্র বলেন, আমরা সারা রাজ্য জুড়ে কুলতলীর এই নৃশংস হত্যাকাণ্ড ও বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া ইত্যাদি সন্ত্রাসে অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ চলছে। আমরা কোচবিহার থেকেও এই দাবি রাখছি এবং সাথে হুঁশিয়ারি দিচ্ছি অতিদ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি না দিলে জনগণকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলব।