সংক্রামিত রোগ অর্ডিন্যান্স (আইডিও)২০২০ পাশ করেছে ঝাড়খন্ড মন্ত্রিসভা


ওয়েব ডেস্কঃ 

গোটা দেশে লাফিয়ে বাড়তে বাড়তে করোনাভাইরাস সংক্রমণ ১২ লক্ষ ছাড়িয়েছে। কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় আরও শক্ত নিয়মাবলী ঘোষণা করলো ঝাড়খন্ড সরকার। রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নয়া নিয়মাবলী কার্যকর করতে সংক্রামিত রোগ অর্ডিন্যান্স (আইডিও)২০২০ পাশ করেছে ঝাড়খন্ড মন্ত্রিসভা। 

মাস্ক পড়া নিয়ে বড়ো ঘোষণা করলো ঝাড়খন্ড সরকার। রাজ্যে প্রকাশ্যে মাস্ক না পরলে ১ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে ও ২ বছরের জেল হবে বলে জানিয়ে দিল ঝাড়খন্ড সরকার। 

ঝাড়খন্ড বিধানসভা সচিবালয় ২৭ জুলাই পর্যন্ত সিল করা থাকবে। এই কয়েকদিন বিধানসভার সচিবালয় স্যানিটাইজ করা হবে। ৩১ জুলাই পর্যন্ত বিধানসভার সব কমিটির যাবতীয় বৈঠকও স্থগিত রাখা হয়েছে। বিধানসভার কয়েকজন সদস্য ও কর্মী করোনা সংক্রামিত হয়েছেন বলেই এমন সিদ্ধান্ত।