মৃত্যুর আগের মূহুর্ত পর্যন্ত অভিনয় চর্চা করে যাবো , একান্ত সাক্ষাৎকারে জানালেন , দিনহাটার বিশিষ্ট পরিচালক উদয়ন চক্রবর্তী ৷
করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, লকডাইন এ গৃহবন্দী শহরবাসী৷ এমতবস্থায় জনসংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারনে পরিচালক উদয়ন চক্রবর্তীর নতুন শর্টফিল্ম ডিপ্রেশন এর কাজ পুরোপুরি বন্ধ ।
পরিচালক উদয়ন চক্রবর্তী আমাদের জানান, গৃহবন্দী অবস্থাতে শুধুমাত্র মোবাইল ফোন এর সাহায্য নিয়ে নতুন কলা কৌশলীদের অভিনয় চর্চা বিভিন্ন পন্থা অবলম্বন করে শিখিয়ে চলেছেন।
সম্প্রতি মিউজিকাল অ্যলবাম "অভিযোগ " সেটারই দৃষ্টান্ত ৷ যেখানে পরিচালক নিজে অভিনয় করেছেন,
পরিচালক জানান, অভিনয় চর্চায় না থাকলে আগামী প্রজন্ম কে শেখাবো কি করে , প্রতিটি কাজে অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষার ও প্রয়োজন, আমি আগে একজন অভিনেতা ও তারপরে পরিচালক ৷ মৃত্যুর আগের মূহুর্ত পর্যন্ত এ চর্চা চলবে ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊