অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে শুরু হচ্ছে করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ


করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে আছে সমস্ত ক্রীড়া টুর্ণামেন্ট। এখনো পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত বিধিনিষেধ মেনে খেলা শুরু করা গেলেও গ্যালারি থাকবে দর্শকশূন্য। যদিও করোনা আবহের মধ্যেই প্রায় মাস তিনেকের বিরতির পর ক্রিকেটপ্রেমীরা আবার ক্রিকেটের উত্তেজনা পেতে চলেছেন। 


আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের হাত ধরে শুরু হচ্ছে করোনা পরবর্তী প্রথম ক্রিকেট ম্যাচ। যদিও দর্শকশূন্য ওই ম্যাচে থাকছে নতুন চমক। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে গ্যালারিতে থাকবে দর্শকদের কৃত্রিম উল্লাসের আওয়াজ। কোনো ব্যাটসম্যান চার কিংবা ছক্কা হাঁকালে অথবা বোলার উইকেট নিলে গ্যালারি থেকে ভেসে আসবে উল্লাসের শব্দ, বেজে উঠবে মিউজিক যাতে ক্রিকেটারদের উত্তেজনা বজায় থাকে। টিভির পর্দাতেও শোনা যাবে এই কৃত্তিম উল্লাস।


প্রসঙ্গত, তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কিছুদিন আগেই ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সেখানে কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর প্র্যাকটিস শুরু করেন তারা। আগামী বুধবার প্রথম টেস্ট শুরু হবে সাউদাম্পটন স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ম্যানচেস্টারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ