মাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকারী  তৃষিকা রায়কে শুভেচ্ছা জানালেন ব্লক তৃণমূলের সভাপতি


শচীন পাল,ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া কে সি এম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের  ছাত্রী ব্লকের সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকারী মাধ্যমিকে তৃষিকা রায় (প্রাপ্ত নাম্বার-650)কে তার বাড়ি গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল।



উপস্থিত ছিলেন ব্লকের যুব সভাপতি অনুপম মল্লিক, বেলিয়াবেড়া অঞ্চলের সভাপতি বানেশ্বর মণ্ডল,ব্লকের ছাত্র সভাপতি কৌশিক বেরা,ব্লকের সহসভাপতি বকুল খামরী,তৃণমূলের দুই শিক্ষক নেতা বিভাষ তরাই ও দিব্যেন্দু অধিকারী, অসিত গিরি, ও অঞ্চল যুব সভাপতি সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব ৷