হেমতাবাদের বিজেপি বিধায়ক খুনের প্রতিবাদে আজ ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। আজ সকাল থেকেই লোকসংখ্যা কম। কিন্তু যারা বেড়িয়েছেন তাদের কাছে বনধ সমর্থনের আর্জি জানান জেলা বিজেপি কর্মীরা। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়,'তারা শান্তিপূর্ণ ভাবে বনধ করছেন।মানুষও তাদের এই বনধকে সমর্থন জানিয়েছেন।'এর পাশাপাশি বিধায়ক খুনের ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি জানান ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা।

এদিন সকাল থেকেই অবরোধকারী বিজেপি সমর্থক ও পুলিশের মধ্যে বাকবিতন্ডার খবর মেলে।পুলিশের পক্ষ থেকে বিজেপি সমর্থকদের বাধা দেওয়া হয় মিছিল এবং পিকেটিং করবার সময়। বনধের সর্মথনকারী বেশ কিছু বিজেপি সমর্থককে গ্রেফতার করা হয় আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে বলে জানা যায়।

অন্যদিকে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার নেতৃত্বাধীন বিজেপি কর্মী-সমর্থকেরা বীরপাড়ায় মিছিল এবং পিকেটিং করলে তাদের আটকানো হয় পুলিশ-প্রশাসনের তরফ থেকে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও রাঙ্গালিবাজনাতে বিজেপি সমর্থকেরা ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধ করেন বলেও খবর মেলে।

জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বনধ প্রত্যাহারের দাবি জানানো হয়। রাজপথে নেমে বনধের বিরোধীতা করেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী,বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,তৃণমূল নেতা বাবলু কর সহ অন্যান্য নেতৃত্ব। আলিপুরদুয়ার জুড়ে চলে এই বনধ বিরোধী মিছিল। বনধের বদলে সকলকে নির্ভয়ে পথে নামার আহ্বান জানান জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন সকালে আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা বাজার এলাকায় ব্যবসায়ীদের দোকান খোলার জন্য আহ্বান জানানো হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে।