Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আবহে মানবতার নজীর গড়লেন কয়েকজন যুব


নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জঃ 


করোনা আবহে লকডাউন জারি সমগ্র বিশ্বের সাথে আমাদের দেশেও । এই লকডাউনে সবথেকে বেশি সঙ্কটে এবং অসুবিধার সম্মুখীন হচ্ছে  মানসিক ভারসাম্যহীন ভবঘুরেরা। একদিকে খাদ্য সঙ্কট অন্যদিকে অসুস্থ হয়ে পড়ে থাকলেও দেখার কেউ থাকছে না।  

আজ তুফানগঞ্জ দুধ বাজারের পার্শ্ববর্তী এলাকায় এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন  মহিলাকে দেখতে পাওয়া যায়। অসুস্থ অবস্থায় ফুটপাথে পড়ে ছিলেন তিনি। 

তবে এই ঘটনা নজর এড়ায়নি এলাকার বিবেকবান মানুষদের। অর্ক জ্যোতি গাঙ্গুলী, বিপ্লব চক্রবর্তী, বাপ্পা ধর সৌমিক বাগচী,দিবাকর ভাদুড়ী প্রমুখের নজরে আসলে তাঁদের  উদ্যোগে মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হয় এবং মহকুমাশাসকের উদ্যোগে সেই মানসিক ভারসাম্যহীন মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিপ্লব চক্রবর্তী জানান- "লকডাউনে জনমানবহীন পরিস্থিতিতে আমাদের নজরে আসা মাত্রই মহকুমাশাসকের সাথে যোগাযোগ করি। এখন তিনি হাসপাতালে আছেন।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code