রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ১৪ই জুলাই ২০২০ঃ মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমা ও শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে ৪ দফা দাবি নিয়ে কান্দী মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা করেন। কান্দী বিধানসভার বিধায়ক সফিউল আলম খান বলেন 'কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি অবিলম্বে পেট্রোল ডিজেলের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকার কে অতিরিক্ত কর কমাতে হবে। কোভিড -19 সংক্রান্ত সমস্ত চিকিৎসা কান্দি মহকুমা হাসপাতালে শুরু করতে হবে, আমফানের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করে দ্রুত সরকারি অনুদান দিতে হবে, সরকারি সাহায্য (G. R) দেওয়া হয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে, অবিলম্বে গঙ্গা থেকে পরিশোধিত পানীয় জলের প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে, গত দশ বছরে কান্দী পৌর সভা কত টাকা পেয়েছে এবং তার কত টাকা খরচ হয়েছে তা প্রকাশ্যে জানাতে হবে।'
কান্দী পৌর সভা ও কান্দী পঞ্চায়েত সমিতিতে কোভিড-19 ও আম ফান ঝড়ে দুর্যোগের মোকাবিলা করবার নামে শাসক গোষ্ঠীর সীমাহীন দুর্নীতি ও পক্ষ পাত মূলক আচরণের বিরুদ্ধে আজকের এই ডেপুটেশন।
0 মন্তব্যসমূহ
thanks