• উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য কৃষকের মেয়ে নিকিতার স্বপ্ন আইএএস হওয়ার
  • এখনো পর্যন্ত জানাগেছে দিনহাটা মহকুমার ২ নং ব্লকে সম্ভাব্য প্রথম নিকিতা বর্মন। 

সীমান্তবর্তী শহর দিনহাটার বামনহাট উচ্চবিদ্যালয়ের গৌরব ধরে রাখল মেধাবী ছাএী নিকিতা বর্মন। দিনহাটা ২ নং ব্লকে উচ্চ মাধ্যমিকে প্রথম নিকিতা। তাঁর প্রাপ্ত নম্বর হল ৪৮২। নিকিতা বাংলায় ৯৭,ইংরেজীতে ৯১,দর্শনে ৯৮,ভূগোলে ৯৮ এবং সংষ্কৃতে ৯৮ পেয়েছে। 



টেস্টেও নজর কাড়া সাফল্যের জেরে শিক্ষক শিক্ষিকাসহ সকলেই আশা করেছিল ভালো ফল হবে নিকিতার। হল ঠিক তেমনি। দক্ষিন বড় শাকদল এলাকার কৃষক পরিবারের মেয়ে নিকিতা। বাবা শ্যামল চন্দ্র বর্মন ও মা নন্দিতা বর্মন। মেয়ের এই সাফল্যে বেশ কুশি বাবা ও মা দুজনেই। ভবিষ্যতে ইংরাজী অনার্সে পড়াশুনা করতে চায় নিকিতা। কিন্তু, পারিবারিক আর্থিক অবস্থা সেই পথে কাঁটা হয়ে দাড়িয়েছে। 


ইংরাজীতে পড়াশুনা করে ইউপিএসসি-তে সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছে নিকিতা। 

বিদ্যালয়ের  শিক্ষক দিলীপ কর্মকার জানিয়েছে- "নিকিতা আগাগোড়া মেধাবী ছাত্রী। আমরা আশাবাদী ছিলাম ভালো ফল করবে। আগামীতে আরও ভালো করুক এই আশাকরি।"