করোনার ভয়াল কোপে লক ডাউনের জেরে বিগত প্রায় আড়াইমাস ধরে বন্ধ দেশের সব স্কুল কলেজ। বন্ধ পড়াশুনাও। এদিকে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলছে এমন পরিস্থিতিতে সরকার সব কিছু স্বাভাবিক করার চেষ্টা চালালেও স্কুল কলেজ নিয়ে চর্চা চলছে চারিদিকেই। সব বিভ্রান্তি দূর করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিওয়াল অগস্ট মাসেই খুলছে স্কুল কলেজ খুলবে বলেই জানান। সম্ভবত ১৫ অগস্টের পর খুলে যাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
যদিও একটা সময় মনে করা হচ্ছিল ৩০ শতাংশ শিক্ষার্থী নিয়ে চালু হতে পারে স্কুল কলেজ। সেইসাথে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বাড়ি থেকেই ক্লাস করতে পারবে বলে ভাবা হচ্ছিল।
প্রথমে গ্রিন এবং অরেঞ্জ জোনে খুলবে সব শিক্ষা প্রতিষ্ঠান। নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে, অল্প সংখ্যক পড়ুয়ার উপস্থিতির মাধ্যমে শুরু হবে স্কুল। এবং যা করা হবে দুটি শিফটে। তবে দেশের করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েই চলছে তাতে স্কুল কলেজ খোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে, তৈরি হয়েছে বিভ্রান্তি। সেই বিভ্রান্তি দূর করে একটি সাক্ষাত্কারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানান যে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি ১৫ অগস্ট থেকেই মিলবে।
Social Plugin