সীমান্তবর্তী এলাকা দিনহাটার গিতালদহের কোনামুক্তা গ্রামের প্রমীলা বাহিনীর তরফে পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া সহ একাধিক দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা। এদিন প্রমীলা বাহিনীর প্রত্যেকেই তাঁদের দাবি কাগজে লিখে তাঁদের দাবি গুলি প্রদর্শন করেন তাঁরা। কোচবিহার জেলা প্রমীলা বাহিনী ও গিতালদহ বিকাশ সমিতির উদ্যোগে এদিন এই কর্মসূচী পালিত হয়। 

তাঁদের দাবি গুলি হল- 
  • পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজ দিতে হবে। 
  • ১০০ দিনের কাজ শেষ হওয়ার সাতদিনের মধ্যে মজুরি দিতে হবে। 
  • প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষকে জব কার্ড দিতে হবে। 
  • কাজের জন্য নুন্যতম দৈনিক ৬০০ টাকা দিতে হবে। 
  • সরকারি প্রকল্পের দুর্নীতি বন্ধ করতে হবে। 
  • সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে হবে। 

তাঁদের কথায়, পাতে পাতে ভাত চাই, হাতে হাতে কাজ চাই। করোনার জেরে দীর্ঘদিনের লক ডাউনে ক্ষতিগ্রস্থ গ্রাম থেকে শহরের মানুষ। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানো সরকার তথা সরকারের আওতায় কাজ করা সকলের উচিত। কিন্তু চারিদিকের দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো বন্ধ করে এলাকার আশেপাশের মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, ১০০ দিনের কাজ দিতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে।