Instead of the use of the word 'community transmission', we need to understand the extent of the spread of the disease. We are far from the peak.Our measures to curtail the disease are effective. India has been very good in the reduction in mortality:Nivedita Gupta, ICMR
মঙ্গলবার আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে মারণ ভাইরাস করোনা প্রতিরোধে ভারতের গৃহীত পদক্ষেপগুলি কার্যকরী ভূমিকা নিয়েছে, মৃত্যুর হার কমানোয় খুব ভাল কাজে লেগেছে বলে দাবি করেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) –এর বিশেষজ্ঞ ডঃ নিবেদিতা গুপ্তা। ডঃ গুপ্তা বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন’ বা ‘গোষ্ঠী সংক্রমণ’ শব্দের পরিবর্তে আমাদের রোগটা কতটা ছড়াল, সেটা বোঝা দরকার। চরম পরিস্থতি থেকে এখনও অনেক দূরে। রোগ দমনে আমাদের পদক্ষেপগুলি কার্যকর হয়েছে। মৃত্যু কমানোয় ভারতের ভূমিকা খুবই ভাল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল দাবি করেন, ভারতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হার ২.৮২ শতাংশ। পৃথিবীতে সবচেয়ে কম মৃত্যুর হার দেশগুলির মধ্যে একটি ভারত। করোনায় মৃত্যুর ৭৩% কো-মর্বিডিটির কারণে। 

ডঃ গুপ্তা দাবি করেন, দেশে কোভিড-১৯ টেস্টিংয়ে আগের চেয়ে আরও গতি এসেছে বলে । তিনি বলেন, টেস্টিং বেড়েছে। এখন আমরা প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার টেস্ট করছি।

রাজ্যগুলোকে করোনার গতিবিধি বিশ্লেষণ করতে বলা হয়েছে বলে জানান অগ্রবাল। বলেন, কোনও রাজ্য যদি মনে করে, অস্থায়ী ভিত্তিতে কোভিড-১৯ কেয়ার সেন্টার তৈরি করা প্রয়োজন, তারা করতেই পারে।