উত্তরের গুণী সুজন কবি উত্তম চৌধুরী
শুভাশিস দাশ
ডুয়ার্সের সবুজে বসে যিনি নিরলস কাব্য চর্চায় নিজেকে মগ্ন রেখেছেন তিনি বাংলা কাব্য সাহিত্যের এক অন্যতম নাম উত্তম চৌধুরী ।
আজ এই কবিকে নিয়ে আমার গুনী সুজনের কলম ।
স্কুল জীবন থেকেই কবিতা লেখার নেশা তাঁকে পেয়ে বসে । পড়াশুনার ফাঁকে লুকিয়ে কবিতা লিখেছেন এমন বঙ্গ সন্তান অনেক থাকলেও কজন সেই ধারাকে ধরে রাখেন ?
উত্তম চৌধুরী কিন্তু থামেন নি । এগিয়ে গেছেন , আর আজ সেই ধারাবাহিকতা তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে । উত্তরের সাহিত্য চাতাল ছাড়িয়ে পৌঁছে গেছেন দুপার বাংলার সাহিত্যের বৃহত্তর আঙিনায় ।
তাঁর মহৎ গুন তিনি সবাইকে তাঁর কবিতা দেন । লিটিল ম্যাগ এবং দৈনিকের পাতায় কবি লিখে চলেছেন ।
তাঁর বেশ কটি কবিতার বই পাঠক সমাদৃত হয়েছে ।
শিক্ষকতার পাশপাশি তিনি সাহিত্য সাধনায় নিজেকে জড়িয়ে রেখেছেন ।
কবির কলম চলুক এই কামনা রইলো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊