pic credit: bsf fb 

জীবনদায়ী রোগের ইনজেকশন উদ্ধার-বড়সর সাফল্য বিএস এফ এর। গতকাল বাংলাদেশের পাচারের মুহূর্তে প্রচুর মারন রোগের ইনজেকশন উদ্ধার করেছে 153 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী ।


বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা দক্ষিণপাড়া ঘটনা।


বি এস এফ সদর দপ্তর থেকে জানানো হয়- "সাইকেলে করে একজন পাচারকারী জীবন দায়ী রোগের প্রায় ৪৯ টি ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের দক্ষিণপাড়া সাইকেলে করে যাচ্ছিল । 153 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাকে দারাতে বললে সে সাইকেল থেকে পালিয়ে যায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৯ টি জীবনদায়ী রোগের ইনজেকশন ।প্রতিটি ইনজেকশনের প্রায় 14 হাজার টাকা করে। সব মিলিয়ে যার বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা। এই ইনজেকশন পাচার করছিল বাংলাদেশে।"