![]() |
picture source: twitter |
The Washington DC mayor has changed the name of a plaza outside the White House to "Black Lives Matter Plaza" in a rebuke to President Trump.-BBC
মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়ডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ এখনো চলছে। ঘটনার এক সপ্তাহ পরেও কমেনি আন্দোলনের উত্তাপ। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এই স্লোগানেই প্রতিবাদে মুখর হয়ে উঠেছে আমেরিকা। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার হোয়াইট হাউসের সামনের রাস্তার নামকরণ করলেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’।
![]() |
picture source: twitter |
হোয়াইট হাউসের সামনের রাস্তায় হলুদ রং দিয়ে এই স্লোগান লিখে দেওয়া হয়। নাম পরিবর্তনের পাশাপাশি সেই নাম যাতে মার্কিন প্রেসিডেন্ট সহ সবাই দেখতে পারেন তাই কালো পিচের রাস্তার মধ্যে হলুদ রং দিয়ে লিখে দেওয়া হয় এই নতুন নাম।
প্রতিবাদীদের সম্মান জানাতেই এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।
প্রতিবাদীদের ওপর যে ভাবে ফেডেরাল আইন ব্যবহার করে সেনা নামানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ করেছেন মেয়র। তিনি ট্রাম্পকে ওয়াশিংটন থেকে ফেডারেল সেনাদের অপসারণেরও দাবি করেছেন।
![]() |
picture source: twitter |
প্রতিবাদীদের সম্মান জানাতেই এই নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।
প্রতিবাদীদের ওপর যে ভাবে ফেডেরাল আইন ব্যবহার করে সেনা নামানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ করেছেন মেয়র। তিনি ট্রাম্পকে ওয়াশিংটন থেকে ফেডারেল সেনাদের অপসারণেরও দাবি করেছেন।
Social Plugin