সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। করোনা যুদ্ধে সামিল হওয়া প্রথম শ্রেণির যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে সেই যুদ্ধে জয়ের প্রহর গুনছে। রাতের ঘুম হারাম করে চলছে সেই চেষ্টা। সেই প্রথম শ্রেণীর যোদ্ধাদের সম্মান জানাতে ১লা জুলাই ডাক্তার দিবসে ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কেন্দ্রকে ছুটি দেওয়ার পরামর্শো দিয়েছেন তিনি। 

এদিকে, আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে করোনাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা চলছে। জানা গেছে, ইতিমধ্যে কীভাবে এই পাঠক্রম তৈরি হবে, তা নিয়ে আলোচনা চলছে। বৈঠকে বসছেন রাজ্যের সিলেবাস কমিটি। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, করোনা রাজ্যের স্কুলপাঠ্যের অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি , মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সূত্রে মারফত জানা গেছে, প্রতিটি শ্রেণিতে কিছু কিছু তথ্য থাকবে। শ্রেণির পাঠ্যবইয়ের শেষে করোনা আধ্যায় যুক্ত হবে।