গত ৯ ই জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার টুইটার একাউন্টসে টুইট করে ব্যাংকের গ্রাহকদের জানায় যে কিছু নির্দিষ্ট সীমা ও শর্ত সাপেক্ষে আমানতকারীদের আমানতের উপর বীমা করা রয়েছে। ব্যাংকের কোনো রকম সংকটকালে আমানতকারীরা ১লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমার আওতাভুক্ত। ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহক চিন্তার কোনো কারণ নেই। 

কিছু ব্যাংকের সংকট এর খবরে তোলপাড় দেশ, বিশেষ করে ইয়েস ব্যাংকের সংকট নিয়ে নড়ে চড়ে বসেছে বিভিন্ন ব্যাংকের আমানতকারীরা। এই সংকটকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই টুইটে কিছুটা স্বস্তিতে আমানতকারীরা। 

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাঁদের গ্রাহকদের প্রতি টুইটে জানানো হয়েছে ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়ার আওতায় কিছু শর্ত সাপেক্ষে আমানত বীমার অন্তর্ভুক্ত। সেভিং, রেকারিং, কারেন্ট, ফিক্সড ডিপোজিট এর উপর এই বীমা রয়েছে। দেশের বৃহত্তম ব্যাংকের এই ঘোষণায় স্বস্তিতে আমানতকারীরা।