দেশ জুড়ে করোনা সংক্রমণ রুখতে চলা লক ডাউনের জেরে পড়াশুনা বন্ধ হয়ে আছে ছাত্র- ছাত্রীদের। বন্ধ স্কুল- কলেজ। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান আগামী ১৫ই আগস্ট থেকে স্কুল খোলার কথা ভাবা হচ্ছে। যদিও এখনও এনিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। অন্যদিকে, স্কুল খোলার ব্যাপারে গাইডলাইন তৈরি করেছে এনসিইআরটি।
বিদ্যালয় আরম্ভ হলেও লক ডাউনের জেরে পিছিয়ে যাওয়া সিলেবাস শেষ করা খুব মুশকিল হতে পারে। লক ডাউনের জেরে তেমন ভাবে পড়াশুনা শুরু করাতে পারেনি বেশির ভাগ স্কুল, অনলাইনে ক্লাস নেওয়া হলেও অধিকাংশ শিক্ষাবিদদের মতে ক্লাসরুমে যে পঠন-পাঠন হয় তা অনলাইনের মাধ্যমে করা যায় নাকি তা নিয়ে সংশয় রয়েছে। তবে শুধু বোর্ড পরীক্ষাগুলি নয় বিভিন্ন ক্লাসেই কিভাবে সিলেবাস শেষ করা সম্ভব নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা নিয়েও সংশয় রয়েছে বিভিন্ন রাজ্য তথা সিবিএসই,আইসিএসই এর মত বোর্ডগুলি। এনিয়ে বহু অভিভাবক সিলেবাসের বোঝা কমানোর পক্ষে সওয়াল করেছেন বলেই জানা গেছে।
অবশেষে মঙ্গলবার ট্যুইট করে সেই সিলেবাসের বোঝা কমানোর ইঙ্গিত দিয়ে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। আগামী শিক্ষাবর্ষে দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের সিলেবাসের বোঝা কমানো হচ্ছে। এদিন তিনি ট্যুইট করে বলেন " সাম্প্রতিক পরিস্থিতি এবং অনেক আবেদনপত্র অনুরোধ অভিভাবকদের এবং শিক্ষকদের তরফে আসার পর আমরা ভাবনা চিন্তা করছি কিভাবে সিলেবাস এবং নির্দেশিত সময় আগামী শিক্ষাবর্ষের জন্য কমানো যায়। আমি শিক্ষক শিক্ষাবিদ এবং শিক্ষার সঙ্গে যুক্ত যারা রয়েছেন সবার কাছে আবেদন জানাচ্ছি তাদের মতামত বা চিন্তা-ভাবনা আদান-প্রদানের জন্য। আমার টুইটার এবং ফেসবুক পেজেও তারা তাদের মতামত শেয়ার করতে পারেন। এই মতামত গুলি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটাই উপযোগী হবে।"
I would like to appeal to all teachers, academicians, and educationists to share their point of view on this matter using #SyllabusForStudents2020 on MHRD's or my Twitter and Facebook page so that we can take them into consideration while making a decision.@DDNewslive— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 9, 2020
Social Plugin