Latest News

6/recent/ticker-posts

Ad Code

কর্মসংস্থানের এক নতুন দীগন্ত খুললেন মুখ্যমন্ত্রী- শুরু হলও 'কর্মভূমি'


করোনা আতঙ্কের কারণে দেশ, বিদেশ থেকে অনেকেই ফিরে এসেছেন রাজ্যে। তাঁরা কেউ চাকরি ছেড়ে দিয়ে এসেছেন, কেউ আবার করোনা বাঁচার তাগিদে। ফলে রাজ্যে কাজের চাহিদার ভারসাম্য  বজায় রাখতে একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তেমনি আর যাতে রাজ্য ছেড়ে কাজের জন্য বাইরে যেতে না হয় সে জন্য কর্মসংস্থানের এক নতুন দীগন্ত খুললেন মুখ্যমন্ত্রী।   


নিজের ট্যুইটার হ্যান্ডেলে নতুন এক প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী জানান, "পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজ আমরা কর্মভূমি পোর্টালের সূচনা করছি। যাঁরা করোনা আতঙ্কের কারণে রাজ্যে ফিরে এসেছেন এবং চাকরি বদল করার কথা ভাবছেন, তাঁরা এই কর্মভূমি পোর্টালের মাধ্যমে রাজ্যের তথ্য ও প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই ওয়েবসাইটি হল, http://karmabhumi.nltr.org। সবাইকে শুভেচ্ছা জানাই।’‌




ওয়েবসাইটটি খুললেই কিছু জিজ্ঞাসা রয়েছে সেটি ফিলাপ করে সাবমিট করতে হবে। এই কর্মভূমি মূলত করোনা মহামারীর কারনে কাজ হারানো তথ্য প্রযুক্তি দপ্তরের কর্মিদের জন্যই।

Ad Code